
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন খুলনা জেলা বিএনপি’র সাবেক আহবায়ক আমীর এজাজ খান।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে আমীর এজাজ খানের নাম ঘোষণা করেন।নতুন করে আরও ৩৬ টি আসনের নাম ঘোষণা করা হয়েছে।বিএনপির -১ আসনে আমির এজাজ খাঁন এর আগে গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। সেদিন শুধুমাত্র খুলনা-১ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।
খুলনার ৫টি আসনে প্রার্থীরা হলেন, খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনে আলী আসগার লবি ও খুলনা-৬ আসনে মনিরুল হাসান বাপ্পি।