বান্দরবানের লামা উপজেলায় পরিবেশ বিধি লঙ্ঘনকারী ইটভাটার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত টানা কয়েক ঘণ্টা এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, নির্ধারিত পরিবেশগত সুরক্ষাবিধি না মানা এবং অনিয়মভাবে উৎপাদন চালানোর অভিযোগে চারটি ইটভাটাকে দুই লাখ টাকা করে মোট আট লাখ টাকা জরিমানা করা হয়। দণ্ডিত ভাটাগুলো হলো—এবিসি–২, বিবিএম, ৪ বিএম ও এসএসবি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, “পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ও অনিয়ন্ত্রিত ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
অভিযানকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, পরিবেশবান্ধব প্রযুক্তি ছাড়া কোনো ইটভাটা ভবিষ্যতে কার্যক্রম চালাতে পারবে না।